প্রবাসীদের কাছ থেকে ১১৬ টাকার বেশি দামে ডলার না কিনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের জন্য ১১৬ টাকার বেশি পরিশোধ না করার সিদ্ধান্ত নেওয়ার একদিন পর ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।
এর মধ্যে আছে সরকারের দেওয়া আড়াই শতাংশ প্রণোদনা ও প্রবাসীরা যেন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠান সেটা উত্সাহিত করতে ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে প্রণোদনা।
বৈঠকে অংশ নেওয়া এক ব্যাংকের প্রধান নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এবিবি-বাফেডা নির্ধারিত দামের চেয়ে ডলারের দাম বেশি হতে পারবে না।'
তিনি আরও বলেন, বৈঠকে বাংলাদেশ ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের আগের মাসে আনা রেমিট্যান্সের ১০ শতাংশ আন্তঃব্যাংক বাজারে বিক্রি করতে বলেছে।