টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে কয়েনভাগ্য পাশে পেলেন না নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
ভালো উইকেটে সকালের দিকে বোলিংয়ে বাড়তি সুবিধা পাওয়ার আশা কামিন্সের। শান্ত জানিয়েছে, টস জিতলে তিনি আগে ব্যাটিংই নিতেন। তাই টস হেরে যাওয়ায় কোনো সমস্য নেই তার।
শেষের প্রাপ্তির আশায় বাংলাদেশ
হতাশার বিশ্বকাপে শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। আফগানিস্তানকে উড়িয়ে উড়ন্ত শুরু করলেও পরের যাত্রা আর সুখকর হয়নি তাদের। পরের সাত ম্যাচে জয় স্রেফ একটি। এবার জয় দিয়ে আসর শেষ করার আশা নাজমুল হোসেন শান্ত, লিটন দাসদের।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশ।
এই ম্যাচ জিতলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। এমনকি অল্প ব্যবধানে হারলেও বেঁচে থাকবে আশা। তবে জয় দিয়েই যাত্রা শেষ করতে চান প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে।