এই বিশ্বকাপে মোহাম্মদ আশরাফুল পুরোদস্তুর মিডিয়াকর্মী। অফিসিয়াল ব্রডকাস্টারদের হয়ে কাজ করছেন, বিশ্লেষণ করছেন। প্রেসবক্স থেকে শুরু করে চারপাশে তার বিচরণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে তিনি যেন অনেকটাই হয়েই উঠলেন প্রতীকী। তাকে দেখে যেমন মনে পড়ে অস্ট্রেলিয়াকে হারাতে পারে বাংলাদেশ, তার উপস্থিতিই তেমনি জানান দেয়, এরপর আর কখনও অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ!
২০০৫ সালে ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট ট্রফিতে কার্ডিফে তার মহাকাব্যিক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। সেই প্রথম, এখনও পর্যন্ত সেটিই একমাত্র। পরাক্রমশালী দলটিকে গত সাড়ে ১৮ বছরে আর ওয়ানডেতে হারানো যায়নি। সেই বদ্ধ দুয়ার খোলার আরেকটি সুযোগ বিশ্বকাপের মঞ্চে। পুনেতে যে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু ম্যাচ। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচটিও ছিল দিনের ম্যাচ। সেদিন আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল সাকিব আল হাসানের দল। সেই সাকিব ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। বাংলাদেশের চ্যালেঞ্জ জয় দিয়ে বিশ্বকাপ শেষ করার।