বৃহত্তর রংপুরের মানুষ হিসেবে কী একটা বিপদে পড়েছি। অনেকেই ফোন করে জানতে চাইছেন একজন 'বাহে নারী'হিসেবে আমি কতবার লিপস্টিক ব্যবহার করি এবং কতবার স্যান্ডেল বদলাচ্ছি। কারণ আমাদের এলাকার মানুষের সুখে থাকা বোঝাতে বাণিজ্যমন্ত্রী সাহেব বলেছেন, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কষ্টে থাকলেও কৃষিভিত্তিক অর্থনীতির অঞ্চল তার নির্বাচনী এলাকার মানুষ বেশ ভালো আছেন। সেই ভালো থাকার প্রমাণ হিসেবে তিনি দাবি করেছেন, তার এলাকার নারীরা এখন লিপস্টিক মাখছেন।
মন্ত্রী বলেছেন, "আমার এলাকায় কৃষিভিত্তিক অর্থনীতি, আলুভিত্তিক অর্থনীতি। লোকজনের কোনো কষ্ট নেই। মহিলারা দিনে তিনবার করে লিপস্টিক লাগাচ্ছেন, চারবার করে স্যান্ডেল পাল্টাচ্ছেন।"
মন্ত্রী মহোদয়ের দেওয়া এই বক্তব্য দারুণ আলোড়ন তুলেছে সব মহলে। কারণ ওনার দেওয়া এই বক্তব্যের সাথে প্রকৃত উন্নয়ন প্যারাডাইমের কোন মিল তো নাই-ই, বরং বিপরীত কথা প্রমাণিত হয়। কারণ অর্থনীতিবিদরা বলেন, মন্দায় বাড়ে লিপস্টিক বিক্রি।