মেয়েদের সাজের অনেকটা জুড়ে থাকে লিপস্টিক। ঠোঁটের সৌন্দর্য বাড়াতে মেয়েরা লিপস্টিক ব্যবহার করেন। কিন্তু লিপস্টিক দিতে গিয়ে অনেকেই ভুল করে থাকেন। যার ফলে সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে যায়। তাই লিপস্টিক দেওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখুন।
ম্যাট লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে ময়েশ্চারাইজার লাগান। ম্যাট লিপস্টিক লাগানোর পর ঠোঁট হালকা শুষ্ক হয়ে যায়। তাই লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে হালকা করে ময়েশ্চারাইজার লাগালে ঠোঁট নরম ও সুন্দর থাকবে।
ডেড স্কিন ও পিগমেন্টেশনের কারণে অনেকের ঠোঁটের রং কালচে হয়ে যায়। আর কালো ঠোঁটে লিপস্টিকের রং ঠিকমতো ফোটে না। তাই লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে কন্সিলার ও ফাউন্ডেশন বেস লাগিয়ে নিতে পারেন। এতে লিপস্টিকের রংটা ঠিকমতো ফুটবে। তারপর আপনার পছন্দের লিপস্টিক লাগান।