ভারত-পাকিস্তান সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম। যে গ্রামের বাসিন্দা মাত্র ৩৫ জন এবং তাঁরা সবাই আবার একই পরিবারের সদস্য। আর সেই ৩৫ জনের জন্যই আলাদা একটি ভোটকেন্দ্র স্থাপন করবে নির্বাচন কমিশন। বলছিলাম ভারতের রাজস্থান রাজ্যের সবচেয়ে কম ভোটারবিশিষ্ট ভোটকেন্দ্রের কথা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন চলছে। গত ৭ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ছত্তিশগড় ও মিজোরামে। আর রাজস্থানে ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর। এই ভোটগ্রহণকে সামনে রেখে ভারতের নির্বাচন কমিশন বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্র স্থাপনের কাজ করে যাচ্ছে। এমনই একটি কেন্দ্র বারমার জেলার গ্রাম বারমার কা পার।