মাইক্রোসফট উইন্ডোজের প্রথম ঘোষণা দিলেন বিল গেটস

প্রথম আলো প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩, ১৩:২৩

মাইক্রোসফট উইন্ডোজের প্রথম ঘোষণা দিলেন বিল গেটস
কম্পিউটারের গুরুগম্ভীর খোলস ছেড়ে তখন বেরিয়ে আসছে আইবিএম। পিসি দিয়ে ঘরোয়া কম্পিউটার ব্যবহারকারীদের কাছে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু অ্যাপল কম্পিউটার তখন এগিয়ে। বিশেষ করে ছবিভিত্তিক অপারেটিং সিস্টেম, অর্থাৎ গ্রাফিক্যাল ইন্টারফেসের কারণে অ্যাপল ম্যাকিন্টোশ কম্পিউটার জনপ্রিয় সে সময়। ওদিকে দামের দিক থেকে সাশ্রয়ী হলেও আইবিএমের পারসোনাল কম্পিউটারে তখনো কাজ করতে হয় লিখে লিখে নির্দেশ দিয়ে। এমন সময় ছবিভিত্তিক কম্পিউটার চালানোর সফটওয়্যার অ্যাপল লিসার মতো অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।


এর নাম উইন্ডোজ। ২০ নভেম্বর এটি প্রকাশিত হয়। তবে অনেকবার তারিখ পিছিয়ে সবার জন্য উইন্ডোজ ১.০ উন্মুক্ত হয় ১৯৮৫ সালে। এমএস ডস থেকে উইন্ডোজ ছিল পারসোনাল কম্পিউটারের জন্য একটি বৈপ্লবিক সফটওয়্যার। এই অপারেটিং সিস্টেমে পুল–ডাউন মেন্যু, মাউসের ব্যবহার, পর্দায় ছকের মতো একসঙ্গে একাধিক সফটওয়্যার দেখার সুবিধা এবং একসঙ্গে একাধিক সফটওয়্যার চালানোর সুবিধা ছিল। উইন্ডোজ ১.০ প্রকাশিত হওয়ার পরও উইন্ডোজ সর্বজনীন গ্রহণযোগ্যতা পায় না। এই গ্রহণযোগ্যতা আসে উইন্ডোজ ৩.০ অপারেটিং সিস্টেমে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us