পাকিস্তানের কাছে হেরে ২০২৩ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে সবার আগে। এরপর বিশ্বকাপ শেষ হওয়ার সময় যতই ঘনিয়ে আসছে, বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং প্যানেলের একাংশের চুক্তিও ফুরোচ্ছে। বিশ্বকাপ শেষে তাঁদের আর দেখা যাবে না বাংলাদেশ দলের সঙ্গে। যার মধ্যে রয়েছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার আগে আজ বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনে সাত ক্রিকেটার এসেছেন। গতকাল ঢাকা থেকে পুনেতে ফেরা লিটন দাস আছেন অনুশীলনে। পেসারদের মধ্যে দেখা গেছে শুধু হাসান মাহমুদকে। তবে দেখা যায়নি ডোনাল্ডকে। পেসারদের মতো তিনিও বিশ্রামে ছিলেন। অথচ গত দেড় বছরে একজন পেসার অনুশীলনে এলেও ডোনাল্ডকে মাঠে দেখা যেত। এখন সময় যত এগোচ্ছে, দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ফাস্ট বোলার বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সময়ও ফুরিয়ে আসছে। গতকাল পুনেতে টিম মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড জানিয়ে দিয়েছেন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই তাঁর বাংলাদেশের সঙ্গে শেষ। রাতে আজকের পত্রিকাকেও তা নিশ্চিত করেছেন সাবেক প্রোটিয়া ফাস্ট বোলার। পরিবারের সঙ্গে দেখা করতে বাড়িতে যাওয়ার ব্যাপারে উন্মুখ হয়ে আছেন বলে জানিয়েছেন তিনি।