প্রেসিডেন্ট জো বাইডেনকে চীনে তৈরি যানবাহন আমদানিতে শুল্কহার বাড়ানোর তাগিদ দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। সেই সঙ্গে চীনের পণ্য যেন মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে, তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তাঁরা।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এই আইনপ্রণেতাদের মধ্যে যেমন রিপাবলিকান দলের সদস্যরা আছেন, তেমনি ডেমোক্র্যাট দলের সদস্যরাও আছেন। তাঁদের পরামর্শ, চীনের যানবাহন আমদানিতে বর্তমানে যে ২৫ শতাংশ শুল্ক আছে, তার হার বৃদ্ধি করা হোক।