২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পরদিন থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ। গত ১২ দিনেও বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি কার্যালয়ের আশপাশে।
এর মধ্যে, বিএনপি ৩ দফা অবরোধ ও ১ দিন হরতাল ডেকেছিল। তৃতীয় দফা অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার পর্যন্ত নয়াপল্টন কার্যালয় কিংবা এর আশপাশের এলাকায় হরতাল-অবরোধের সমর্থনে কোনো মিছিল বা সমাবেশ করতে দেখা যায়নি রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিকে।