একটি কুমির আপনাকে আক্রমণ করেছে। তখন যদি ওটার কবল থেকে রেহাই পেতে উল্টো কুমিরটিকেই কামড়ে দেন, কেমন হবে? অস্ট্রেলিয়ার এক কৃষকের বেলায় এমনটাই ঘটেছে। ওই কৃষক জানিয়েছেন, একটা কুমির তাঁকে আক্রমণ করার পর ওটাকে কামড়ে দিয়ে সৌভাগ্যক্রমে গল্পটি বলার জন্য বেঁচে ফিরেছেন। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে।
নর্দার্ন টেরিটরি এলাকায় বাস করা গবাদিপশুর খামারি কলিন ডেভেরক্সকে ১০ ফুট লম্বা (৩.২ মিটার) একটি লোনা পানির কুমির কামড়ানোর পরে এক মাস হাসপাতালে কাটাতে হয়। ডেভেরক্স এবিসি নিউজকে জানান, কুমিরটির কবল থেকে বাঁচার জন্য ওটার চোখের পাতা কামড়ে দেন তিনি।
ডেভেরক্স জানান, গত মাসে ফিনিস নদীর কাছে বেড়া নির্মাণের জন্য গিয়েছিলেন। এ সময় সেখানকার একটি হ্রদে থামার পরেই ঘটনার সূত্রপাত।
এ সময় মাছেদের হ্রদের মাঝখানে সাঁতার কাটতে দেখেন। হ্রদটি থেকে সরে যাচ্ছিলেন যখন, একটি কুমির এসে ডান পা কামড়ে ধরে। তারপর প্রাণীটি তাঁকে টেনে পানিতে নিয়ে যায়।