স্মার্ট পার্কিং অ্যাপ ও কার্ড চালু করল ডিএনসিসি

ডেইলি স্টার প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৩, ১৫:২১

ঢাকার বেশিরভাগ অংশে ট্রাফিক আইন ভঙ্গ না করে গাড়ি পার্কিং করার জায়গা খুঁজে পাওয়া বেশ ঝামেলার। এই সমস্যা সমাধানে 'ডিএনসিসি স্মার্ট পার্কিং অ্যাপ' নামে একটি নতুন অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।


গতকাল বুধবার গুলশান ২ এ অবস্থিত ডিএনসিসি'র নগর ভবনে এই পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়।


কর্তৃপক্ষের জানিয়েছে, এই স্মার্ট অন-স্ট্রিট পার্কিং ব্যবস্থার মাধয়মে পরিবহন মালিকরা কাছাকাছি অবস্থিত পার্কিং স্পেসগুলো চিহ্নিত করতে পারবেন, আগাম বুকিং দিতে পারবেন এবং তাদের মোবাইল ডিভাইসে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই সবধরনের পেমেন্ট করতে পারবেন।


অ্যাপটি যেভাবে কাজ করে
গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপটি ওপেন করার পর অ্যাকাউন্ট খোলার জন্য 'ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট' অপশন পাওয়া যাবে। ওটিপি যাচাইয়ের পর নিজের ব্যক্তিগত তথ্য ও গাড়ি বিষয়ক তথ্য প্রদানের মধ্য দিয়ে ব্যবহারকারীরা পরিষেবা গ্রহণ করতে পারেন। চালকদের সড়কের পাশে সাদা দাগ দেওয়া নিদ্দিরষ্ট পার্কিং এর জায়গায় গাড়ি পার্ক করতে হবে। ৬০ ডিগ্রি কোণে অথবা সমান্তরালভাবে গাড়ি পার্কিং করা যাবে। অ্যাপ ব্যবহার করে অথবা স্মার্ট পার্কিং কার্ড দিয়ে পার্কিং যাচাই প্রক্রিয়া শেষ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us