পেট্রোবাংলার সঙ্গে যুক্তরাষ্ট্রের এক্সেলরেট এনার্জির চুক্তি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৩, ১১:১৫

পেট্রোবাংলা এবং যুক্তরাষ্ট্রের এক্সেলরেট এনার্জির মধ্যে দীর্ঘমেয়াদি এলএনজি ক্রয়-বিক্রয়, এমএলএনজি সম্প্রসারণ এবং পায়রা টার্ম শীট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


বুধবার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে পেট্টোবাংলার বোর্ড সচিব রুচিরা ইসলাম এবং যুক্তরাষ্ট্রের এক্সেলরেট এনার্জির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট র্যামন ওয়াংদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।চুক্তি অনুযায়ী এক্সেলরেট গ্যাস মার্কেটিং লিমিটেড পার্টনারশিপ হতে ১৫ বছর মেয়াদে ০.৮৫ হতে ১.০ এমটিপিএ এলএনজি আমদানি হবে। এছাড়াও ২০২৬ সাল হতে ইজিএমএলপি এলএনজি সরবরাহ করবে। এমএলএনজি টার্মিনাল এর সম্প্রসারনের ফলে ২০২৪ সালের জানুয়ারি হতে এর রি-গ্যাসিফিকেশন ক্ষমতা ৫০০ হতে ৬০০ এমএমসিএফডি হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us