দক্ষিণ কোরিয়ায় একটি মরিচ প্রক্রিয়াজাত কারখানায় রোবটের হাতে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মূলত সবজির (মরিচের) বাক্স তুলে সেগুলো কনেভয়ার বেল্টে রাখার জন্য রোবটটি তৈরি করা হয়েছে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে রোবটটির হাত ওই ব্যক্তিকে সবজির বাক্স ভেবে চেপে ধরে। এতে বুকে ও মুখে মারাত্মক জখম হন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার।
বুধবার (৮ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ নিউজ এ তথ্য জানিয়েছে।
নিহত ওই ব্যক্তির বয়স ৪০ বছরের কাছাকাছি ছিল। যে সময় দুর্ঘটনা ঘটে (মঙ্গলবার রাতে) সে সময় তিনি রোবটটির সেন্সর পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। আজ রোবটটির টেস্ট রান হওয়ার কথা ছিল।