ডিপজলকে কড়া জবাব ইধিকার

আজকের পত্রিকা প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ১১:৩৫

সাম্প্রতিক সময়ে ঢালিউডে বেড়েছে ভারতীয় নায়িকাদের উপস্থিতি। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কয়েক দিন আগে ইধিকা পালের পোশাক নিয়ে মন্তব্য করেন ডিপজল। এই অভিনেতা ও প্রযোজকের ভাষ্য, ‘বিগত সময়ের কাজগুলোতে ইধিকা যে পোশাক পরেছে, ওই ড্রেস মানুষ পরে না। এখানে এসে বোরকা পরলে কি সাজবে? সাজবে না। আমার মনে হয়, সে যে ধরনের ড্রেস পরে ইন্ডিয়াতে শট দিয়েছে, সে ওখানে থাকলেই ভালো করবে। বাংলাদেশে এসে বোরকা না পরা বেটার।’


ডিপজলের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ‘প্রিয়তমা’ সিনেমার অভিনেত্রী ইধিকা। ডিপজলের মন্তব্যের বিরোধিতা করে ইধিকা বলেন, ‘উনি (ডিপজল) বড় মাপের মানুষ। আর আমি মাত্র ইন্ডাস্ট্রিতে এসেছি। তাঁকে আলাদা করে কিছু বলার নেই আমার। তবে একটা প্রশ্ন আছে তাঁর কাছে। উনি বলেছেন, আমি অশ্লীল পোশাক পরি। প্রশ্নটা হলো, অশ্লীল কোনটা? আমি এখন পর্যন্ত যে কটি কাজ করেছি, সেখানে কোনো অশ্লীলতা আছে বলে মনে হয় না। জানি না, কেন উনার এমনটা মনে হলো। আরেকটা কথা বলতে চাই, অশ্লীল শুধু মানুষের পোশাকই হয় না, মানুষের মনটাও হয়। পাবলিক প্ল্যাটফর্মে একটা মেয়ের পোশাক নিয়ে মন্তব্য করাটা অশ্লীল আচরণ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us