ইন্টারনেটের দাম নিয়ে জটিলতা

সমকাল প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৩, ০৯:৪০

ইন্টারনেট প্যাকেজের দাম বাড়ানোর অভিযোগ উঠেছে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে। প্যাকেজ সংখ্যা কমানোর পরই এ অভিযোগ ওঠে। এতেই ক্ষেপেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ডেটার এ বর্ধিত দাম ১২ নভেম্বরের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার অপারেটরদের লিখিত আকারে বিষয়টি জানিয়েছে বিটিআরসি। মোবাইল কোম্পানিগুলো বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে চায়। তবে বিটিআরসি অপারেটরদের সঙ্গে বসতে অনীহা প্রকাশ করেছে। 


বিটিআরসির নির্দেশনা অনুসারে গত ১৫ অক্টোবর থেকে ইন্টারনেটের তিন দিন ও ১৫ দিনের প্যাকেজ বন্ধ করে দেয় মোবাইল অপারেটররা। এখন শুধু সাত দিন, ৩০ দিন এবং আনলিমিটেড প্যাকেজ চালু আছে। যদিও মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ৬৯ দশমিক ২৩ শতাংশই তিন দিন মেয়াদের ডেটা প্যাকেজ ব্যবহার করতেন। প্যাকেজের সংখ্যা কমানোর পর ডেটার দাম বেড়ে যায়। অপারেটর ভেদে প্রতি জিবিতে ২০-২৫ টাকা পর্যন্ত দাম বাড়ায় অপারেটররা। বর্তমানে দেশে চার মোবাইল অপারেটরের ইন্টারনেট গ্রাহক ১৩ কোটি ১৯ লাখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us