দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতীয় সংসদকে ১৬টি পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট আশাবাদ ব্যক্ত করে বলেছেন, মহান জাতীয় সংসদ পরামর্শসমূহ গুরুত্ব সহকারে আমলে নিয়ে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করলে বাংলাদেশ আগামী ১০ বছরের মধ্যে দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
১৫ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগের একটি মামলায় তিতাস গ্যাসের উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান সরকার ও টেকনিশিয়ান আব্দুর রহিমের সাজা বাতিলের রায়ে এসব পরামর্শ এসেছে।
২০২২ সালের ১৪ ডিসেম্বর বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। আজ মঙ্গলবার ৭৭ পৃষ্ঠার রায়টি প্রকাশ করা হয়েছে। রায়ে হাইকোর্ট দুর্নীতি বন্ধ করতে দুদকের জন্য স্বতন্ত্র সার্ভিস ক্যাডার গঠনসহ ১৬টি পরামর্শ তুলে ধরেন।