মিছিলের ছবি তুলেই তারকার ছবি তুলতে গেলেন ফটোগ্রাফার

প্রথম আলো প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩, ১৪:৫৬

দৈনিক পত্রিকার আলোকচিত্রীরা নাকি সকালে খান ইটপাটকেল, দুপুরে কাঁদানে গ্যাসের শেল। সে রকমই আলোকচিত্রীদের নিয়ে ২৫ বছর আগে ‘নকশা’র ফটোশুটের যাত্রা শুরু। রাজনৈতিক জনসভা শেষ করে দৌড়ে এসে করেছেন তারকার ফটোশুট। কোথায় পাব স্টুডিও? বার্তা সম্পাদকের ডেস্ক থেকে মিটিং রুম, একটু সাজিয়ে-গুছিয়ে সেখানেই ছবি তোলা। শুরুর দিকে ‘নকশা’র ফটোশুট আয়োজনের দায়িত্বে ছিলেন অভিনেত্রী তাজিন আহমেদ (প্রয়াত), পরে অনেকেই পালন করেছেন এই দায়িত্ব। আজ ২৫ বছর পর পেছনে তাকিয়ে দেখি দেশসেরা ডিজাইনার, রূপবিশেষজ্ঞ, মডেল ফটোগ্রাফার, ফুড ফটোগ্রাফার, কোরিওগ্রাফারদের সমন্বয়ে যে ছবি তোলার আয়োজন করা হয়েছে, পাঠক তা গ্রহণ করেছেন আস্থায়, ভালোবাসায়।


প্রথম সংখ্যার প্রচ্ছদে ছিল নবীন-প্রবীণের সম্মিলন। একদিকে শম্পা রেজার মতো অভিজ্ঞ অভিনেত্রী অন্যদিকে সে সময়ের জনপ্রিয় র‍্যাম্প মডেল পনির। আজ এ কথাও বলতে হবে, প্রথম সংখ্যা থেকে এখন পর্যন্ত দেশের জনপ্রিয় তারকারাই এসেছেন ‘নকশা’র প্রচ্ছদে। আবার কারও কারও যাত্রা শুরুই হয়েছে ‘নকশা’র হাত ধরে। ‘নকশা’র প্রচ্ছদে এসে চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করার সুযোগ পেয়েছেন কেউ। হয়েছেন দেশের জনপ্রিয় তারকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us