ক্যারিয়ারে উন্নতি করার উপায়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩, ১৪:৫৬

ক্যারিয়ারে উন্নতি করার আকাঙ্ক্ষা সবার ভেতরেই আছে। আসলে সফলতার কোনো শেষ নেই। উচ্চতার অনন্য শিখরে কে না উঠতে চায়! তবে সবাই সমানভাগে এগিয়ে যেতে পারে না বলেই লক্ষ্যে পৌঁছাতে পারে কেবল অল্প কয়েকজন। আপনি কি কখনো খেয়াল করেছেন, যারা ক্যারিয়ারে উন্নতি করে, তারা আসলে কী করে? তারা আলাদা তেমন কিছুই করে না, বরং তাদের যে কাজ সেগুলোই করে। এতেই তাদের চলার পথ সহজ হয়ে যায়। তারা লক্ষ্যকে জয় করতে পারে। আপনিও তেমন একজন হতে চাইলে এই কাজগুলো করতে হবে মন দিয়ে-


১. সাহসীভাবে প্রকাশ করুন


মৌখিক এবং লিখিতভাবে নিজেকে প্রকাশ করতে শিখুন। সরল ভাষা এবং ন্যূনতম শব্দ ব্যবহার করে সরাসরি এবং পরিষ্কারভাবে আপনার ভাবনা জানান। ইতিবাচক ভাষা ব্যবহার করুন। ‌‘না’ গ্রহণ করতে শিখুন এবং বড়াই করে মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। মানুষ আপনার কথায় কীভাবে প্রতিক্রিয়া দেখায় তা পর্যবেক্ষণ করুন এবং সেই অনুযায়ী ব্যবহার করুন।


২. আন্তরিকভাবে শুনুন


কথা বলা গুরুত্বপূর্ণ হলে শুনতে শেখাও গুরুত্বপূর্ণ। প্রথমবার সঠিকভাবে সংযোগ তৈরি করতে পারলে তা পরে আপনাকে ঝামেলা থেকে বাঁচাবে। প্রতিটি কথোপকথনে শতভাগ মনোযোগ রাখুন। আন্তরিকভাবে নম্রতা এবং সহানুভূতির সঙ্গে শুনুন। অস্থির হবেন না, আপনার সমস্যা নিয়ে চিন্তা করবেন না বা বিচারে বসবেন না। ধীরে ধীরে আপনি মানুষের সঙ্গে কথা বলার সঠিক পদ্ধতিগুলো শিখতে পারবেন এবং ভুল বোঝাবুঝি এড়াতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us