মুখ ফেরালেন ‘টম ক্রুজ’, পথে বসলেন কঙ্গনা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৩, ১৪:৪৬

আদিপুরুষ, গণপথ, ইয়ারিয়া-২ এবং দ্য ভ্যাকসিন ওয়ার— এ বছর ফ্লপ ছবির তালিকা নেহাত কম নয়। সেই তালিকায় নয়া সংযোজন কঙ্গনা রানাওয়াতের ‘তেজস’। আর এই ছবির জন্যই ব্যাপকভাবে ট্রোলড হচ্ছেন অভিনেত্রী। অনেকে বলছেন, এর থেকে খারাপ ছবি হতে পারে না। হলিউডের ‘টপ গান’ ছবির ধারেকাছেও নেই কঙ্গনার ‘তেজাস’। একপ্রকার টম ক্রুজ হতে গিয়ে মুখ থুবড়ে পড়েছেন তিনি।


এই ছবি তৈরি করতে ৬০ কোটি টাকা খরচ করেছেন কুইন। তবে সেই তুলনায় প্রথম তিনদিনে ছবির আয় মোটে ৩ কোটি টাকা। অনেকে বলছেন, কঙ্গনা ছবি তৈরি করে পথে বসেছেন। বলিউডের যে কোনও অভিনেত্রীর তুলনায় বর্তমানে কঙ্গনা রানাওতের ঝুলিতে কাজের সংখ্যা বেশি হলেও বক্স অফিসে তার বাজার মন্দা চলছে। এর আগে ‘থালাইভি’ ফ্লপ হয়েছিল। এরপর ৮৫ কোটির ‘ধাকড়’ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে।


চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত 'চন্দ্রমুখী ২'-এর রেজাল্টও বক্স অফিসে ভালো নয়। যদিও একাধিক জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী মরিয়া চেষ্টা করে মানুষকে তার ছবি সিনেমা হলে দেখতে অনুরোধ করেছিলেন। তবে হল মালিকদের বক্তব্য, একের পর এক শো বাতিল হয়ে যাচ্ছে। কোনও টিকিটই নাকি বিক্রি হচ্ছে না। ৪-৫ জনও দেখতে আসছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us