বাজারে আসা শাওমির নতুন ট্যাবটি কেমন

প্রথম আলো প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৩, ২৩:১৮

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান শাওমি বাংলাদেশের বাজারে এনেছে নতুন মডেলের ট্যাবলেট কম্পিউটার ‘প্যাড-৬’। বাংলাদেশের বাজারে এর দাম নির্ধারিত হয়েছে ৪২ হাজার ৯৯৯ টাকা। ট্যাবলেটটির সঙ্গে কি-বোর্ড পেতে খরচ করতে হবে প্রায় সাড়ে সাত হাজার টাকা। সঙ্গে দ্বিতীয় প্রজন্মের শাওমি স্মার্ট কলম বা স্টাইলাস ব্যবহার করতে গুনতে হবে আরও ৯ হাজার টাকা। এই পরিমাণ অর্থ খরচ শেষে যে ট্যাবলেটটি আমরা হাতে পাব, তার ব্যবহারের অভিজ্ঞতা বেশ সুখকরই বলতে হবে।


ট্যাবলেটের প্রসঙ্গ এলেই অনেকের মনে আইপ্যাডের সঙ্গে একটি তুলনা চলেই আসে। শাওমি প্যাড-৬ ট্যাবের নকশা আরও বেশি করে আইপ্যাডকে মনে করায়। এর পেছনের অংশটি তৈরি হয়েছে মসৃণ অ্যালুমিনিয়ামে। সামনে রয়েছে ১১ ইঞ্চির আইপিএস এলসিডি পর্দা, এটা গরিলা গ্লাস-৩ দিয়ে সুরক্ষিত। প্যাড-৬-এর ওজন ৪৯০ গ্রাম। ফলে ট্যাবলেটটি সব রকমের কাজের জন্য ব্যবহারবান্ধব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us