কক্সবাজারের উখিয়ায় র্যাবের টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে র্যাব। ইটপাটকেলের আঘাতে র্যাবের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামে র্যাবের টহল দল নাশকতা মামলার আসামিদের ধরতে গেলে এ ঘটনা ঘটে।
র্যাব ও পুলিশ বলছে, এলাকার বিএনপি সমর্থকেরা এই হামলা ঘটনায় জড়িত। বিএনপির নেতারা বলছেন, ভুল-বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে। পরিকল্পিতভাবে মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে প্রচার করলে এ হামলা হয়।
এ ঘটনায় আজ সোমবার বিকেল চারটা পর্যন্ত উখিয়া থানায় মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটকও করা হয়নি।