সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা ১৩১/৩ (২৩.৪)
বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ।
বাংলাদেশের ব্যর্থ রিভিউ
এলবিডব্লিউর জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে তাতে মেলেনি সাফল্য।
মেহেদী হাসান মিরাজের অফ স্পিন ব্যাটে খেলতে পারেননি সাদিরা সামারাউইক্রামা। তবে বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। কিছুক্ষণ ভেবে রিভিউ নেন সাকিব।
দারুণ টার্ন পাওয়ায় বল স্পিন করে বেরিয়ে যেত লেগ স্টাম্প ঘেঁষে! নষ্ট হয় বাংলাদেশের একটি রিভিউ।
২০ ওভারে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ১১৩।
মুশফিকের উড়ন্ত ক্যাচে প্রথম ব্রেক থ্রু
শরিফুল ইসলামের অফ স্টাম্পের বাইরের বল দূর থেকেই ড্রাইভ করতে চাইলেন কুসাল পেরেরা। ব্যাটের বাইরের বানায় লেগে বল চলে গেল প্রথম স্লিপের দিকে। বাম দিকে ঝাঁপিয়ে উড়ন্ত অবস্থায় এক হাতে দুর্দান্ত ক্যাচ নিলেন মুশফিকুর রহিম।
প্রথম ওভারেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। ড্রেসিং রুমে ফেরার আগে একটি বাউন্ডারি মেরেছেন পেরেরা। পাথুম নিসানকার সঙ্গে জুটি বাধতে তিন নম্বরে নেমেছেন অধিনায়ক কুসাল মেন্ডিস।
২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৬ রান।
শ্রীলঙ্কার একাদশে জোড়া পরিবর্তন
ভারতের বিপক্ষে বড় পরাজয়ের ম্যাচ থেকে একাদশে দুটি পরিবর্তন করেছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন ধানাঞ্জয়া ডি সিলভা, কুসাল পেরেরা। বাদ দেওয়া হয়েছে দিমুথ কারুনারাত্নে, দুশান হেমান্থকে।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসানকা, কুসাল পেরেরা, কুসাল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রামা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধানাঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।
আনফিট মুস্তাফিজ, তানজিমের বিশ্বকাপ অভিষেক
সাত ম্যাচ বেঞ্চে বসে থাকার পর বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পেলেন তানজিম হাসান। টসের সময় সাকিব আল হাসান জানালেন, খেলার জন্য ফিট নন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের জায়গায়ই এলেন তানজিম।
বাংলাদেশের একাদশে পরিবর্তন এই একটিই। সাকিবের সঙ্গে স্পিন বিভাগে থাকছেন মেহেদী হাসান মিরাজ। পেস বিভাগে তানজিমের সঙ্গী তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। দলের প্রয়োজনে হাত ঘোরাতে দেখা যেতে পারে মাহমুদউল্লাহকে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপে আরও একবার টস জিতলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন বাংলাদেশ অধিনায়ক।
দিল্লির মাঠে সন্ধ্যার পরে শিশিরের কথা মাথায় রেখে পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন সাকিব।
শ্রীলঙ্কার অধিনায়ক কুসাল মেন্ডিস বলেছেন, আগে ব্যাটিং করা নিয়ে সমস্যা নেই তাদের। তিনশর বেশি রান করার লক্ষ্য তার দলের।