সুনামগঞ্জে প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে ছাতক সিমেন্ট কোম্পানির সর্বাধুনিক প্রযুক্তির কারখানার নির্মাণকাজ প্রায় শেষ। চাইলে চলতি বছর উৎপাদনে যেতে পারবে রাষ্ট্রমালিকানাধীন কারাখানাটি। কিন্তু কারখানা নির্মাণ শেষ হলেও গ্যাস সরবরাহের লাইন স্থাপন করা হয়নি। এ ছাড়া সিমেন্টের কাঁচামাল হিসেবে ভারত থেকে পাথর আমদানি ও আমদানির রোপওয়ে (পাথর আনার পথ) তৈরি নিয়েও রয়েছে জটিলতা। আর তাতে ৯০০ কোটি টাকায় তৈরি নতুন এ কারখানা এখন অলস বসে আছে।
কারখানার নির্মাণকাজ প্রায় শেষ হলেও এরই মধ্যে এই প্রকল্পের ব্যয় আরেক দফা বাড়িয়ে ১ হাজার ৪১৭ কোটি টাকায় উন্নীত করা ও মেয়াদ বাড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। তবে সব জটিলতা কাটিয়ে আদৌ ২০২৫ সালের মধ্যে পাথর আমদানি, রোপওয়ে ও গ্যাসলাইন নির্মাণ শেষ হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন কারখানা তৈরির কাজ শেষ।