কথাসাহিত্যিক, গীতিকার, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ নভেম্বর। এ উপলক্ষে নির্মাতা সালাহউদ্দিন লাভলু একটি খণ্ডনাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’। নাটকটি লিখেছেন রাজিয়া সুলতানা জেনি। এরই মধ্যে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে নাটকের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।
আমি হুমায়ূন আহমেদ হতে চাই প্রসঙ্গে নির্মাতা সালাহউদ্দিন লাভলু বলেন, ‘নাটকের গল্পটা ব্যতিক্রম ও সুন্দর। ধনী বাবার একমাত্র ছেলে। নাম তার হুমায়ূন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা ও বাবার নাম যা, হুমায়ূনের মা-বাবার নামও তা। সব মিলিয়ে নিজেকে হুমায়ূন আহমেদ ভাবতেই ভালো লাগে হুমায়ূনের। একসময় সে সত্যি সত্যিই কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ হতে চায়। কিন্তু বড়লোক মা-বাবার সঙ্গে থাকলে হুমায়ূন আহমেদ হওয়া যাবে না, এই ভেবে রাজধানীর মোহাম্মদপুরে সে একাকী জীবনযাপন শুরু করে দারিদ্র্যের মধ্যে। এরপর শুরু হয় তার হুমায়ুন আহমেদ হওয়ার চেষ্টা। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।’