সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছে, তা ভয়ংকর। তবে তিনি মনে করেন গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যা চলছে তা ‘অসহনীয়’ যন্ত্রণা। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একপেশে তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে এর সমালোচনা করেছেন ওবামা।
পড সেভ আমেরিকা পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের যদি গঠনমূলক কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে, তবে তা নিতে বলব। বাস্তব পরিস্থিতি আমাদের স্বীকার করতে হবে। যা কিছু ঘটছে তা নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, তা আমাদের মেনে নিতে হবে। হামাস যা করেছে, তা ভয়ংকর। একে ন্যায্য বলে দাবি করার কোনো সুযোগ নেই। কিন্তু এটাও সত্য যে ফিলিস্তিনে যে দখলদারি চলছে এবং ফিলিস্তিনিদের সঙ্গে যা কিছু ঘটছে, তা অসহনীয়।’