সরকারের নানাবিধ উদ্যোগে কৃষিতে দেশ স্বয়ংসম্পূর্ণ এবং এক সময় আলু রপ্তানি করে বাংলাদেশ বিপলু বৈদেশিক মুদ্রা আয় করেছে। ২০২২ সালে আলু ব্যবসায়ীরা বিশেষ করে কোল্ডস্টোরেজ মালিকেরা লোকসান দিয়েছে বলে দাবি করলেও ২০২৩ সালে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে।
সাম্প্রতিক কর্মকাণ্ডে আলুর বাজার লাগামহীন হতে হতে সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সরকার দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আলুর বাজারের এই নিয়ন্ত্রণহীন পরিস্থিতি দুই মাস ধরেই চলছিল। সবগুলো নিত্যপণ্যের দামে দিশেহারা সাধারণ মানুষ।