দুর্দান্ত ছন্দে আছেন হ্যারি কেইন। বুন্ডেসলিগায় টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ তারকা। গড়েছেন গোলের রেকর্ড। তার নৈপুণ্যে বরুসিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়েছে বায়ার্ন।
শনিবার লিগ ম্যাচে ডর্টমুন্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে টমাস টুখেলের দল। দ্বিতীয় মিনিটেই বায়ার্নকে এগিয়ে নেন ফরাসি ডিফেন্ডার দায়দ উপামেকানো। নবম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের পর যোগ করা সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ৩০ বছর বয়সী এই স্ট্রাইকার।