গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় পুলিশের দুই কর্মকর্তাসহ আহত ৫

প্রথম আলো প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৩, ১৮:১৮

গাজীপুর সদর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় বেতন বাড়ানোর দাবিতে বেলা ১১টার দিকে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দিতে যায়। এ সময় শিল্প পুলিশের দুই কর্মকর্তা, শ্রমিকসহ পাঁচজন আহত হয়েছেন।


শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, সদর উপজেলার গড়াগড়িয়া মাস্টারবাড়ির নতুন বাজার এলাকার এসএম নিট গার্মেন্টসের শ্রমিকেরা কিছুদিন ধরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। কারখানা বন্ধ থাকায় গত দুই দিন কোনো ঘটনা ঘটেনি। আজ শনিবার বেলা ১১টার দিকে ওই কারখানার শ্রমিকেরা আবারও বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us