‘লেজি এলিগেন্স’
বিশেষণটা রোহিত শর্মার একদম পছন্দ নয়। কিন্তু ভারতীয় অধিনায়কের ব্যাটিং বর্ণনা করতে গিয়ে ধারাভাষ্যকার, বিশ্লেষক বা ক্রিকেট পণ্ডিতেরা ঘুরেফিরে এ শব্দ দুটিই ব্যবহার করে থাকেন। অনেকে এর সঙ্গে ‘ইজি অন দ্য আই’ অথবা ‘হি হ্যাজ অ্যা লট অব টাইম’ কথাটাও জুড়ে দেন। এই অপ্রিয় কথাগুলো রোহিত শুনছেন সেই ছোটবেলা থেকে। এসব যতবারই কানে আসে, ততবারই নাকি রোহিতের মেজাজ বিগড়ে যায়। তাঁর যুক্তি, ‘আমি যা অর্জন করেছি, তার জন্য কষ্ট করতে হয়েছে। পরিশ্রম ছাড়া কিছুই হয়নি।’