ফরিদপুরে একটি বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের চর কমলাপুর মহল্লার গোলাম ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক ফরিদপুর সদরের শোভারামপুর মহল্লার বাবু মিয়া (৫৫) ও সদরের কানাইপুর ইউনিয়নের কোষাগোপালপুর মহল্লার সাঈদ মুসল্লি (১৮)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই বাড়িতে একটি সেপটিক ট্যাংকের কাজ চলছিল। সাটারিং করা অবস্থায় ছিল ট্যাংকটি দেড় মাস ধরে। পরে ওই দুই শ্রমিক ট্যাংকে নেমে সাটারিং খুলতে যায়। খুলতে গেলে নিচে জমে থাকা পানি এবং ভেতরে উৎপন্ন বিষাক্ত গ্যাসে তাঁদের মৃত্যু হয়।