সিলেটে নিরাপত্তাপ্রহরীর উপস্থিতিতেই এটিএম বুথ থেকে ২৬ লাখ টাকা চুরি

প্রথম আলো প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৩, ১৬:৪৯

সিলেটে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনাটি নিরাপত্তাপ্রহরীর উপস্থিতিতেই হয়েছে। মুখে মাস্ক, মাথায় ক্যাপ ও চোখে চশমা পরা দুই ব্যক্তি বুথের লকার খুলে টাকা নিজেদের ব্যাগে ভরে নেন। ওই দুই ব্যক্তির মধ্যে একজনের হাতে গ্লাভস ও কাঁধে ব্যাগ ঝোলানো ছিল। টাকা ব্যাগে ঢোকানোর আগে এটিএম বুথের সামনের শাটার নামিয়ে রেখেছিলেন নিরাপত্তাপ্রহরী। চুরি হওয়া বুথের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে এমন চিত্র দেখা গেছে।


গত ২৮ অক্টোবর রাতে সিলেট নগরের সুবিদবাজার এলাকার ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনা ঘটে। পরে ৩০ অক্টোবর বুথে ‘ক্যাশ জ্যাম’–সংক্রান্ত সমস্যা দেখা দিলে বুথে গিয়ে ২৬ লাখ ৩২ হাজার টাকার হিসেবে গরমিল পায় ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট লিমিটেডের দুই কর্মকর্তার নাম উল্লেখ করে মামলা করেন ব্যাংকটির সিলেট অঞ্চলের এটিএম বুথের ইনচার্জ সন্দীপন দাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us