সেই কবে দেব আনন্দের ‘হাম নওজয়ান’ সিনেমায় অভিনয় করেছিলেন টাবু। তখন তিনি কিশোরী। এরপর পেরিয়ে গেছে চার দশকের বেশি সময়। ১৯৮৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পর ভারতের বিভিন্ন ভাষায় নানা ধরনের সিনেমায় দেখা গেছে তাঁকে। আজ এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৭১ সালের আজকের দিনে তৎকালীন অন্ধ্র প্রদেশে (বর্তমানে তেলেঙ্গানা) জন্ম হয় অভিনেত্রীর। ২০১৯ সালে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির মুখোমুখি হয়েছিলেন টাবু। অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে সেই সাক্ষাৎকার অবলম্বনে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
গুলজার থেকে শুরু করে এ প্রজন্মের পরিচালকদের সঙ্গেও সমানতালে কাজ করে যাচ্ছেন টাবু। শৈল্পিক ধারার সিনেমার সঙ্গে বাণিজ্যিক সিনেমাতেও সমানতালে দেখা গেছে তাঁকে। দীর্ঘ ক্যারিয়ারে হিন্দি সিনেমার কতটা বদল হয়েছে। কতটা বদলেছে বলিউডের পরিচালনার ধরন?