ভারতের ব্যাটিং স্বর্গে প্রায় প্রতি ম্যাচেই রানবন্যায় ভাসছে মাঠ। বিশ্বকাপ ইতিহাসের সর্বাধিক বাউন্ডারি, ছক্কা আর সেঞ্চুুরি হয়েছে এবার। দলগত স্কোরলাইনও আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।
এই যখন অবস্থা, সেখানে পেসারদের আর কিইবা করার আছে? কেউ কেউ অমন কথা বলতে পারেন। তবে সেটা হবে খোড়া যুক্তি।
কারণ পরিসংখ্যান বলছে, ব্যাটাররা প্রায় খেলায় চার ও ছক্কার অনুপম প্রদর্শনীতে রানের নহর বইয়ে দিলেও বোলাররা শুধুই মার খাচ্ছেন, এমন নয়। বিশেষ করে প্রায় দলের পেসাররা বল হাতে ঠিক জ্বলে উঠেছেন।