এই সামাজিক নিয়মগুলোর কথা আপনাকে কেউ কখনো বলেনি

প্রথম আলো প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৩, ১২:৪৮

হ্যাঁ, কিছু সামাজিক নিয়মের কথা কেউ কাউকে শিখিয়ে দেন না। সেগুলো নিজেকেই বোঝাপড়ার ভেতর দিয়ে আত্মস্থ করতে হয়। এই নিয়মগুলো মানুষ হিসেবে আপনার ব্যক্তিত্বকে একটা চমৎকার আকার দেবে। উইনার স্পিরিট অনুসারে সে রকমই কয়েকটি সামাজিক নিয়মের কথা এখানে উল্লেখ করা হলো।


১. একটা মানুষকে কখনো পরপর দুবারের বেশি ফোন করবেন না। ওই মানুষটাকে ফিরতি কল করার সময়, সুযোগ দিন। হতে পারে তিনি ফোন সাইলেন্ট মুডে দিয়ে কিছু একটা করছেন, ঘুমাচ্ছেন বা মিটিংয়ে অথবা অসুস্থ। আপনি যদি একটা মানুষকে ফোন করতেই থাকেন, সেটা অস্থিরতার লক্ষণ। আর অপর পক্ষ আপনার এমন আচরণে বিরক্ত হতে পারেন। আপনার ব্যক্তিত্ব সম্পর্কে ভুল বার্তা যেতে পারে।


২. আপনি যদি কখনো টাকা ধার করেন, সময়মতো সেটা পরিশোধ করুন। সম্ভব হলে সময়ের আগেই দিয়ে দিন। মোদ্দাকথা হলো, যত দ্রুত সম্ভব ঋণ পরিশোধ করুন।


৩. আপনাকে যদি কেউ লাঞ্চ বা ডিনারে নিয়ে যান, খুব দামি কিছু অর্ডার করবেন না। তাঁকেও আপনিও আরেক দিন খাওয়ান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us