জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বিএনপি ও সমমনা দলগুলোর দেশব্যাপী অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে আজ বৃহস্পতিবার এবি পার্টির নেতারা এ অঙ্গীকার করেন।
অবরোধ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দলের নেতারা সকালে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন। তাঁরা হামলা, সন্ত্রাস ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং অবরোধ সফল করার আহ্বান জানিয়ে স্লোগান দেন।