নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপি কোনো গণতান্ত্রিক দল নয়। ওরা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করল, কয়েকজন পুলিশকে একা পেয়ে মারল। একজন পুলিশ সদস্যকে মারতে মারতে মেরেই ফেলল। মৃত সেই মানুষটিকে আবারও চাপাতি দিয়ে কোপাল।
তিনি বলেন, কী দৈন্যদশা ওদের, কী অসহায় অবস্থা বিএনপির যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী সাহেব নারায়ণগঞ্জে এসে ৭-১০ জন লোক নিয়ে মিছিল করেন, একটা টায়ার জ্বালান। রাস্তার পাগলও রিজভীর জায়গায় থাকলে ৭-১০ জনের বেশি মানুষ হতো।