ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালাচ্ছে ইসরায়েল। টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন সাড়ে আট হাজারেরও বেশি ফিলিস্তিনি। রক্তাক্ত এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।
এই পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। একইসঙ্গে গাজা উপত্যকায় হামলা বন্ধের দাবিও জানিয়েছে দেশটি। বুধবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছে বলিভিয়ার সরকার। দক্ষিণ আমেরিকার এই দেশটির প্রেসিডেন্সির মন্ত্রী মারিয়া নেলা প্রাদা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বহুজাতিক রাষ্ট্র হিসেবে ইসরায়েলের সাথে বলিভিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’