ট্যাঙ্ক ও বুলডোজার নিয়ে গাজা শহরে ঢুকে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে তাদের পড়তে হচ্ছে হামাসের বড় প্রতিরোধের মুখে। গতকাল ইসরায়েলি সেনাদের একটি দলকে হত্যার দাবি করেছে হামাস। একই সঙ্গে দুটি সামরিক যান ও একটি ট্যাঙ্ক ধ্বংসেরও দাবি তাদের। অন্যদিকে, ইসরায়েলি বাহিনীও ডজনখানেক হামাস যোদ্ধা হত্যা ও বিপুল অস্ত্র জব্দ এবং হামাসকে ধাপে ধাপে ধ্বংস করা হচ্ছে বলে দাবি করেছে। এদিকে যুদ্ধ বন্ধের বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেছেন কাতারের আমিরের সঙ্গে। খবর বিবিসি ও আলজাজিরার।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গতকাল গাজায় তাদের অভিযানের একটি ছোট ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যায়, বিমান হামলায় ধ্বংস হওয়া গাজার একটি এলাকায় ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করছে সেনারা। প্রবেশের সময় সেনা দলটি গুলিও চালাচ্ছে। তবে এই ভিডিও কবে বা কখন ধারণ করা হয়েছে, তা স্পষ্ট নয়।