একটা সময় ছিল যখন বাঙালি নারীদের একমাত্র পোশাকই ছিল শাড়ি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মেয়েদের পোশাকে অনেক পরিবর্তন এসেছে। এখন মেয়েরা ঘরে–বাইরে সমানে কাজ করছেন। ফলে শাড়ির চেয়ে সালোয়ার–কামিজ ও পশ্চিমা ধাঁচের পোশাকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন তাঁরা। তারপরও এখনো বিয়ে, জন্মদিনসহ যেকোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে মেয়েদের প্রথম পছন্দ শাড়ি। যাঁরা নিজেরা শাড়ি পরতে পারেন না, তাঁরা অনুষ্ঠান এলেই শাড়ি পরতে ছোটেন পারলারে।
আবার যাঁরা শাড়ি পরতে পারেন, তাঁদেরও অনেকে অনুষ্ঠানে নিজেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে দক্ষ হাতের শরণাপন্ন হন। এমন একজন যিনি একসময় শাড়িই পরতে পারতেন না, তিনি এখন শাড়ি পরিয়ে তারকা। অনুষ্ঠান এবং ব্যক্তি বুঝে ‘ফি’ নেন লাখো রুপি। চমকে উঠলেন! ঘটনা সত্যি, ভারতে ডলি জৈন নামের এক নারী এখন তারকাদের কাছে তারকা।