নতুন যেসব পণ্যের ঘোষণা দিল অ্যাপল

প্রথম আলো প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩, ১৬:০৭

বাজার বিশ্লেষকদের ধারণাকে সত্যি করে ‘স্ক্যারি ফাস্ট’ অনুষ্ঠানে ম্যাকবুক ল্যাপটপ, আইম্যাক কম্পিউটারসহ শক্তিশালী এম-থ্রি চিপ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। ‘অক্টোবর ইভেন্ট’ নামে পরিচিত ভার্চ্যুয়াল এ অনুষ্ঠান গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল পাঁচটায় (বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল ছয়টা) শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই ধারণ করা ভিডিওর মাধ্যমে স্বাগত বক্তব্য দেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। স্বাগত বক্তব্যের পাশাপাশি অ্যাপলের নতুন পণ্যের ধারণা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে ঘোষণা দেওয়া উল্লেখযোগ্য পণ্যগুলো দেখে নেওয়া যাক—

অক্টোবর ইভেন্ট শুরুর আগে থেকেই গুঞ্জন ছিল, এই আয়োজন থেকে এম–থ্রি চিপের ঘোষণা আসতে যাচ্ছে। বিষয়টি অজানা নয় অ্যাপলের কাছেও। আর তাই অনুষ্ঠানের শুরুতেই ‘এম–থ্রি’, ‘এম–থ্রি প্রো’ এবং ‘এম–থ্রি ম্যাক্স’ম ডেলের তিনটি চিপ আনার ঘোষণা দেওয়া হয়। অ্যাপলের দাবি, শক্তিশালী প্রসেসরগুলোতে ৩ ন্যানোমিটারের প্রসেসিং ক্ষমতা রয়েছে। এতে থাকা শক্তিশালী জিপিইউ রে ট্র্যাকিং, মেশ শ্যাডিং ও ডায়নামিক ক্যাশ সমর্থন করে। ফলে কাজ করার সময় সহজেই যন্ত্রের মেমোরি অপটিমাইজ করা সম্ভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us