অবরোধে নাশকতা হলে কী ব্যবস্থা?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৩, ২২:৪৮

মঙ্গল থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর) পর্যন্ত টানা তিন দিন দেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামায়াতের ইসলামী বাংলাদেশসহ আরও কয়েকটি রাজনৈতিক দল। এই কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


অবরোধকে কেন্দ্র করে যান চলাচলে বাধা দিলে, জনগণের জানমালের ক্ষতি করলে বা যেকোনও ধরনের নাশকতা চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, যেকোনও অপতৎপরতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার (২৮ অক্টোবর) শান্তিপূর্ণ সমাবেশ করার অনুমতি নিয়েও উচ্ছৃঙ্খলতা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং পুলিশ সদস্য হত্যার ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীকে কিছুটা চাপে ফেলেছে। তবে কর্মকর্তারা এখন আর কোনও ধরনের ছাড় দিতে রাজি নন। যখনই হরতাল, অবরোধ কিংবা রাজনৈতিক সমাবেশ হবে, সেখানে সংশ্লিষ্ট সব বিষয়ে অতিরিক্ত নজরদারি রাখা হবে বলে জানাচ্ছেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us