বাংলাদেশসহ তিন প্রতিপক্ষকে হারিয়ে পাকিস্তানিদের আনন্দ দিতে চান বাবররা

প্রথম আলো প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৩, ১৮:৪৫

প্রথম দুই ম্যাচ জিতে বিশ্বকাপটা দারুণভাবে শুরু করেছিল পাকিস্তান। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড ৩৪৫ রান তাড়া করেও জিতেছিল তারা। কিন্তু এরপরই ঘটে আশ্চর্য ছন্দপতন। টানা চার ম্যাচ হেরে এখন প্রায় বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। অথচ পাকিস্তান বিশ্বকাপ খেলতে এসেছিল র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর দল হিসেবে। অনেক ক্রিকেট বিশ্লেষকও সেমিফাইনালের চার দলের একটি হিসেবে পাকিস্তানকে নিজেদের তালিকায় রেখেছিল।


বাংলাদেশ ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে ফেবারিট পাকিস্তানের এমন হতাশাজনক পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন। ফেবারিট–তত্ত্ব উড়িয়ে দিয়ে দল হিসেবে খেলতে না পারাকেই ব্যর্থতার কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ ম্যাচসহ পরের খেলাগুলোয় নিজেদের সেরাটা দেওয়ার কথাও বলেছেন ব্যাডবার্ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us