মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে পুলিশের হাতে আটক মিয়া জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফির পাবনায় পৈত্রিক সূত্রে বাড়ি রয়েছে। মাঝেমধ্যেই তিনি এই বাড়িতে আসতেন। তবে এখানে তাঁর আত্মীয়স্বজন তেমন কেউ নেই। বাড়ির আশপাশের মানুষ তাঁকে চেনেন ‘বেলাল’ নামে।
আজ সোমবার দুপুরে পাবনা জেলা সদরের দক্ষিণ রাঘবপুর মহল্লায় গিয়ে দেখা যায়, পুরোনো একতলা একটি বাড়ি। লোকজন তেমন নেই। একজন ভাড়াটে সেখানে থাকেন। নাম মো. রইচ উদ্দিন। তিনিই বাড়িটি দেখভাল করেন।
রইচ উদ্দিন বলেন, বাড়ি থাকার কারণে মাঝেমধ্যেই মিয়া আরেফি পাবনায় আসতেন। মাস তিনেক আগেও একবার এসেছিলেন। তখন তাঁর সঙ্গে কিছু কথা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, তাঁর শ্বশুরবাড়ি ঢাকায়। তাই ঢাকাতেই স্থায়ী নিবাস গড়ার চিন্তা করছেন।
গতকাল রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়া আরেফিকে আটক করে পুলিশ। এর আগে গত শনিবার সন্ধ্যায় জাহিদুল নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ ঘটনায় রোববার জাহিদুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়। মহিউদ্দিন শিকদার বাদী হয়ে মামলা করেন। ওই মামলার বাকি দুই আসামি হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী ও বিএনপি নেতা মো. ইশরাক হোসেন। অপরের রূপ ধারণ ও মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাস ভঙ্গ করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।