দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাট নরসিংদীর বাবুরহাট বাজারে রোববার রাতের আগুনে ৭৫টি দোকান পুড়ে গেছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।
রোববার রাত ১১টা ১০ মিনিটে মাধবধী থানার বাবুরহাট বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৭ ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে বাজারের বেশ ক্ষয়ক্ষতি হলেও, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাবুরহাট বণিক সমিতির সভাপতি গিয়াসউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রতি শুক্রবার ও শনিবার আমাদের হাটবার। রোববারও কিছু বেচাকেনা হয়। প্রতিটা দোকানেই পর্যাপ্ত কাপড় ছিল।'