রূচচর্চার ক্ষেত্রে বিশ্বজুড়ে জনপ্রিয় কোরিয়ান বিউটি বা কে-বিউটি। এই বিউটির অন্যতম উপাদান হল চাল ভেজানো পানি ও ভাতের ফ্যান। এই উপাদান দিয়ে ত্বক ও চুলের যত্ন সহজেই নেওয়া যায়। এর উপকারিতাও অনেক।
চাল ভেজানো পানি বা ভাতের ফ্যান পাওয়া খুব কঠিন নয়। ভাত রান্নার সময় এসব উপাদান সংগ্রহ করতে পারেন। কোরিয়ান প্রসাধনী না ব্যবহার করলেও চাল ভেজানো পানি ও ভাতের ফ্যানই আপনার রূপচর্চার অংশ হয়ে উঠতে পারে।
চাল ভেজানো পানি দিয়ে হেয়ার স্পা সেরে ফেলতে পারেন। এই উপাদান চুলের উপর প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। শ্যাম্পু করার পর চাল ভেজানো পানি দিয়ে চুলে ঢেলে দিন। কয়েক মিনিট ম্যাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন। এটি চুলকে নরম ও উজ্জ্বল করে তুলবে।