২ জন মিলে ১ লাখ টাকায় বেড়ানো যায় যে ৫ দেশে

প্রথম আলো প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ১৮:৪২

নভেম্বর থেকে জানুয়ারি ঘোরাঘুরির আদর্শ সময়। এরই মধ্যে দেশের মধ্যে কক্সবাজার, সাজেক আর শ্রীমঙ্গল ঘোরা হয়ে গেলে অনেকেই ভাবেন, এবার দেশের বাইরে থেকে ঘুরে এলে কেমন হয়? বছর শেষে পাসপোর্টের পাতায় একটা নতুন সিল যুক্ত হলে দেখতেও ভালো লাগে। তবে বিদেশ ঘোরার কথা ভাবলেই মাথায় ঘুরতে থাকে খরচের হিসাব। এ ছাড়া এখন বিমানভাড়া থেকে হোটেল—সবকিছুর খরচই বাড়তি। আবার একা একা ঘুরতে চান না অনেকেই। একজন সঙ্গী না থাকলে চলে!


দুজন মিলে এক লাখ টাকা বাজেটের মধ্যে কি বিদেশ ঘুরে আসা সম্ভব? হ্যাঁ, আগেভাগে প্রস্তুতি নিলে সম্ভব। জেনে নিন এমন ৫ দেশের খবর।


১. ভারত


তালিকার প্রথমে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নাম আসাই স্বাভাবিক। ভিসা ফি খুব বেশি না—৮০০ টাকা। তার ওপর কলকাতা পর্যন্ত চলে যাওয়া যায় সরাসরি বাস বা ট্রেনে। এ ক্ষেত্রে জনপ্রতি খরচ হবে ২ থেকে ৪ হাজার টাকা। ভারতে ঘুরে দেখার জায়গার অভাব নেই। 


২. থাইল্যান্ড


পর্যটনবান্ধব দেশ হিসেবে থাইল্যান্ডের বেশ সুনাম আছে। চাইলে দুজন মিলে এক লাখ টাকা বাজেটের মধ্যে থাইল্যান্ডও ঘুরে আসতে পারেন।


৩. নেপাল


হিমালয় পর্বতমালার এত কাছাকাছি আমাদের বাস, ভ্রমণপিপাসুরা এ কথা ভেবে কৃতজ্ঞ বোধ করতেই পারেন। স্বচক্ষে হিমালয় দেখতে খুব যে কষ্ট বা খরচ করতে হবে, তা নয়। কাজ শুধু একটা—নেপালের ফ্লাইটের টিকিট কাটা।


৪. মালয়েশিয়া


পর্যটনের আরেকটি স্বর্গরাজ্য মালয়েশিয়া। রঙিন শহুরে জীবন, নীল সমুদ্রসৈকত, গহিন অরণ্য—কী নেই সেখানে!


৫. মালদ্বীপ


বাজেট ভ্রমণের তালিকায় মালদ্বীপের নাম দেখে অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নেই, বিলাসবহুল হানিমুনের গন্তব্য মালদ্বীপেও চাইলে পরিমিত খরচে ট্যুর দেওয়া সম্ভব। তবে বাজেটটা এক লাখ টাকায় আটকে রাখা মালদ্বীপের বেলায় বেশ কঠিন। টিকিটের পেছনেই আপনার প্রায় ৮০ শতাংশ টাকা খরচ হয়ে যাওয়ার আশঙ্কা আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us