সাইবার নিরাপত্তা নিয়ে রাজধানীতে সিম্পোজিয়াম অনুষ্ঠিত

প্রথম আলো প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ২২:১৮

দেশের তথ্যপ্রযুক্তিবিদদের সংগঠন বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরামের (বিডিসাফ) উদ্যোগে আজ শনিবার রাজধানীর ব্র্যাক–ইন মিলনয়াতনে অনুষ্ঠিত হয়েছে তথ্যপ্রযুক্তি নিরাপত্তাবিষয়ক সম্মেলন। ‘সাইবার সিকিউরিটি সিম্পোজিয়াম ২০২৩’ শীর্ষক এই আয়োজনে তথ্যপ্রযুক্তির নিরাপত্তা ও সাইবার সচেতনতা নিয়ে আলোচনা হয়েছে।


সকালে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। তিনি স্মার্ট বাংলাদেশের বনিয়াদি ভিত্তি হিসেবে তথ্যপ্রযুক্তির ওপর নির্ভরশীলতার কথা বলেন। একই সঙ্গে সম্মেলনে উপস্থিত তথ্যপ্রযুক্তিবিদদের একটি নিরাপদ সাইবার জগৎ গড়ে তোলার জন্য আহ্বান জানান।


অনুষ্ঠানে বিডিসাফের সভাপতি মো. জোবায়ের আল মাহমুদ হোসেন বলেন, প্রায় পাঁচ হাজার সদস্যের এই সংগঠন পর্যাপ্ত সহযোগিতা পেলে ক্লাউড কম্পিউটিংসহ বিভিন্ন উদীয়মান প্রযুক্তির বিকাশে বৈদেশিক নির্ভরশীলতা কমিয়ে আনবে শূন্যের কোঠায়। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তিবিদদের সাইবার নিরাপত্তাবিষয়ক দক্ষতা বাড়াতে কাজ করে যাবে বিডিসাফ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us