বোয়িংয়ের প্রতিরক্ষা ব্যবসার পরিস্থিতি ভালো নয়। কোম্পানির নির্বাহীরা শুরুতে যেভাবে ভেবেছিলেন, এ ব্যবসার মোড় ফেরানো তার চেয়ে কঠিন হয়ে পড়েছে। সরবরাহকারীদের ভুল ও উচ্চ নির্মাণ ব্যয়ের কারণে মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ান ও নাসার স্টারলাইন ক্যাপসুল প্রকল্পে বোয়িংয়ের এ বছর ১৭০ কোটি ডলার ক্ষতি হবে।
২০২২ সালে বোয়িংয়ের প্রতিরক্ষা খাতে ৪৪০ কোটি ডলার ক্ষতি হয়েছে। এ কারণে কোম্পানিটি ভেবেছিল, এ বছর প্রকল্পের ব্যয় বাড়বে না। কিন্তু চলতি বছরেও বোয়িংয়ের প্রতিরক্ষা খাতের ব্যবসায়ে বিশেষ উন্নতি হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ২০২৩ সালে বোয়িংয়ের প্রতিরক্ষা কর্মসূচিতে যত ক্ষতি হয়েছে, ২০১৪ সালের পর আর কোনো বছরে তা হয়নি।