বাতাসে হালকা হিমের পরশ পাওয়া যাচ্ছে। শীতের হালকা আমেজে অনেকেরই হাত-পায়ে টান ধরছে। এ সময় ত্বকে আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত মশ্চারাইজার করা জরুরি। অনেকেই ত্বকে আর্দ্রতা ধরে রাখতে এ সময় দামি প্রসাধনী ব্যবহার করেন। সবসময় দোকান থেকে কেনা প্রসাধনী ব্যবহার না করে বাড়িতেই তৈরি করতে পারেন ময়শ্চরাইজার।
অনেকেরই হয়তো জানা নেই, একটা পাকা কলা দিয়ে ময়শ্চরাইজার বানানো যায়। এজন্য একটা পাকা কলা চটকে তাতে দুই টেবিল চামচ মধু মিশিয়ে একটা পেস্ট তেরি করুন। সেটা মুখে লাগিয়ে ২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটা যেমন ত্বককে ইনফেকশন বা অ্যালার্জির হাত থেকে বাঁচাবে তেমনই ময়েশ্চারাইজ করবে।